আনোয়ারা প্রতিনিধি
আনোয়ারায় এবার নিজেদের ঘরে ঈদ করছেন প্রধানমন্ত্রীর উপহার পাওয়া পরিবারগুলো।
গৃহহীন ও ভাসমান অবস্থায় অন্যের জমিতে বসবাস করতে হয়েছে বছরের পর বছর। নুন আনতে পান্তা ফুরানোর জীবনে পাকা ঘর হবে—এমন আশা ছিল না কখনও। আজ তাদের ঠাঁই হয়েছে পাকা ঘরে। নিজের একটা বাড়ি হয়েছে, সেই বাড়িতে এবার ঈদ করবেন রহিমা আক্তার সহ অনেকে ।
আনোয়ারায় প্রধানমন্ত্রীর উপহারের নতুন ঘরে ঈদ করবে বলে উচ্ছ্বসিত তিনি ও তার পরিবার।
রহিমা বলেন, ‘আগে আমার ঘর ছিল না। অনেক কষ্টে ছিলাম। সরকার আমাকে ঘর দিয়েছে। এতদিন নিজ ঘরে ঈদ করতে পারিনি। এবার নিজ ঘরে ঈদ করবো। এর চেয়ে আনন্দের কী হতে পারে। পাকা বাড়িতে থাকার কথা স্বপ্নেও ভাবিনি। কিন্তু সেই স্বপ্নপূরণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা তার কাছে আজীবন কৃতজ্ঞ। আমাদের মতো পরিবারগুলো নতুন ঘরে প্রথমবারের মতো ঈদ করবো।
সরেজমিনে দেখা গেছে, নিজ ঘরে প্রথমবারের মতো ঈদ উদযাপন করেছেন এসব পরিবারের বাসিন্দারা। তাদের আনন্দের সীমা নেই। উপহারের ঘর পেয়ে বদলে গেছে তাদের জীবনযাত্রা।
রেহেনা বেগমের এবার ঠাঁই হয়েছে উপহারের পাকা ঘরে। তিনি বলেন, ‘আগে ভাঙা ঝুপড়ি ঘরে বৃষ্টিতেই ভিজতাম, রোদে শুকাতাম। মেরামতের সামর্থ্য ছিল না। পাকা ঘর পাওয়া আমার কাছে স্বপ্নের মতো। নিজের ঘরে ঈদ করছি এবার। খুশির শেষ নেই। প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহ তাকে যুগ যুগ বাঁচিয়ে রাখুক।’
Discussion about this post