আনোয়ারা প্রতিনিধি
আনোয়ারায় আবারো সিএনজি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল ( ৩০ এপ্রিল) রাত ১১ টার দিকে আনোয়ারা – বাঁশখালী সড়কে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে।
জানা যায় ফকিরনীহাট হতে ছিনতাই করা একটি সিএনজি বরুমছড়া রাস্তার মাথায় এলে চালকের গলায় চুরি ধরে গাড়িটিকে বাঁশখালির সোজা পথে না নিয়ে উল্টো ভিতরের একটি রাস্তা দিয়ে বারখাইন এর দিকে নিয়ে গিয়ে চালককে ফেলে গাড়িটি নিয়ে পালিয়ে যায়। এসময় চালক কান্নাকাটি করলে বারখাইন বাদামতল এলাকায় লোকজন জিজ্ঞেস করলে ঘটনা খুলে বলেন, অতঃপর লোকজন মোবাইল ফোনে খবরটি চারিদিকে ছড়িয়ে দিলে আনোয়ারা কলেজের সামনে থেকে গাড়িটি উদ্ধার সহ তিনজনকে আটক করে। বাকি দুজন পালিয়ে যায়। পরে আনোয়ারা থানা পুলিশের হাতে তাদের তুলে দওয়া হয়।
ছিনতাইকারী তিনজনের বাড়ী পটিয়া ও বাঁশখালী বাণীগ্রাম এলাকায় বলে জানা গেছে।
আনোয়ারা থানার উপ সহকারী পুলিশ পরিদর্শক বাহার উদ্দিন জানান, স্থানীয় লোকজন ছিনতাইকারীদের আটক করে থানায় খবর দিলে আমরা গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে আসি। ছিনতাইকৃত সিএনজিটিও উদ্ধার করা হয়েছে।
Discussion about this post