আনোয়ারা প্রতিনিধি
পবিত্র মাহে রমজান উপলক্ষে আনোয়ারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের এস এস সি ২০১৬ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার উপজেলার ইছামতি এলাকায় এই ইফতার মাহফিলের আয়োজন করে ।
তাওহিদ, তানজিম ,সালেক, ইমরান ,কাইয়ুম
,তাসিন, ইমতিয়াজ, ফাহিম ,অন্তু,সিফাত ,মনির
সালেম, রিয়াদ ,আলিম, আরমান, নাইমুল, অন্তর , রানা, সবুজ, নকিব, মেজবাহ, সিয়াম হানিফ, মোহাম্মদ রিয়াদ হোসেন, আসাদ আরফাত, তাইমুল , মিশকাত জাবেদ এবং ২০১৬ ব্যাচের ইঞ্জিনিয়ার, সাংবাদিক সহ সকল সদস্যরা ইফতার মাহফিলে অংশ গ্রহন করেন।
এসময় বক্তারা সমাজের অসহায় ও দুস্থ মানুষ, দারিদ্র শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর পাশাপাশি আনোয়ারার উন্নয়নে অংশ গ্রহনের লক্ষে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
Discussion about this post