আনোয়ারা প্রতিনিধি
” অনে কেন আছোন ? প্রধানমন্ত্রীকে চট্টগ্রামের ভাষায় জানতে চাইলেন আনোয়ারার উপকারভোগী রহিমা। প্রধানমন্ত্রীর দেওয়া ঘরে বসে তাঁর জন্য নকশীকাঁথা সেলাই করে দিলেন ভূমিহীন এই নারী । জবাবে রহিমাকে ‘ফ্লাইং কিস’ ছুড়ে অভিবাদন জানানেল প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রহিমা বলেন, আমাদের কাছে এটা বাড়ি নই যেন ” একটা ফাইভ স্টার হোটেল “
সরাসরি ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রীকে সেই নকশীকাঁথা দেখিয়ে রহিমা বলেছেন, ‘আপনার দেওয়া ঘরে বসে আপনার জন্য দুটি নকশীকাঁথা বানিয়েছি। এই দুটি কাঁথা আপনাকে অবশ্যই আমার কাছ থেকে নিতে হবে।
এ সময় ওই প্রান্ত থেকে ‘ফ্লাইং কিস’ ছুড়ে দিতে দেখা যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। একই সাথে রহিমার সেলাই করা দুটো কাঁথা নিতে সম্মতিও জানান প্রধানমন্ত্রী।
ভূমিহীন নারী রহিমা প্রধানমন্ত্রীকে বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী আমার ভূমি ছিল না। ৪ মেয়ে নিয়ে মানুষের ঘরে ভাড়া থাকতাম। আপনার চেষ্টায় আমি ঘরও পেয়েছি, ভূমিও পেয়েছি। সুন্দর একটা বিল্ডিং, যার এক পাশে সাগর, এক পাশে পাহাড়। যেন ফাইভ স্টার হোটেল।
নিজের দিন পরিবর্তনের কথা জানিয়ে প্রধানমন্ত্রীকে রহিমা বলেন, ‘এখানে আরও প্রায় ৪০ পরিবারকে ঘর করে দিয়েছেন আপনি। আমি তাদের বাচ্চাদের আরবী পড়াই। আমার এই মেয়ে (পাশে থাকা মেয়েকে দেখিয়ে) আনোয়ারা সরকারি কলেজে পড়ে। সে বাচ্চাদের বাংলা, অংক, ইংরেজি শেখায়। মোটামুটি মাসে ১০-১৫ হাজার টাকা আয় করি আমরা। সে টাকা দিয়ে একটা ফ্রিজ কিনেছি। আপনাকে প্রতিদিন দেখতে পারি মত করে একটা টিভিও কিনেছি। একটা খাট কিনেছি।
চট্টগ্রাম জেলা প্রশাসন ও আনোয়ারা উপজেলা প্রশাসন যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশ্রয়ন প্রকল্পের ঘর উপকারভোগীদের মাঝে ভার্চুয়ালি হস্তান্তর করেন।
Discussion about this post