আনোয়ারা প্রতিনিধি
আনোয়ারায় প্রধানমন্ত্রীর ঈদ উপহারের ১৩২টি ঘরের দলিল পেল ভূমিহীন ও গৃহহীনরা।
সারাদেশে মুজিববর্ষের প্রধানমন্ত্রীর উপহারের ঘর ভূমিহীন ও গৃহহীনরা পেয়েছে আরও ৩২ হাজার ৯০৪ পরিবার। আজ মঙ্গলবার ঈদুল ফিতরের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আনুষ্ঠানিক ভাবে তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালী অনুষ্ঠানের মাধ্যমে সারাদেশে একযোগে তৃতীয় পর্যায়ের জমির দলিল ও নির্মিত ঘরের চাবি হস্তান্তর কর্মসূচির উদ্বোধন করার পর তারই ধারাবাহিকতায় চট্টগ্রামের আনোয়ারায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার হিসেবে ভূমিহীন এবং গৃহহীন ১৩২টি পরিবার আনোয়ারা হাজীগাঁও আশ্রয়ন প্রকল্পে পেল বাড়ি।
মঙ্গলবার(২৬ এপ্রিল) সকাল ১১টার সময় সারাদেশে একযোগে অনুষ্ঠেয় এই “ঈদ উপহার বাড়ি” হস্তান্তর অনুষ্ঠানে ভার্চুয়াল সংযুক্ত থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আনুষ্ঠানিক ভাবে প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে সারাদেশে একযোগে তৃতীয় পর্যায়ের জমির দলিল ও নির্মিত ঘরের চাবি বিতরণ কর্মসূচির উদ্বোধন করার সময় আনোয়ারার হাজীগাঁও আশ্রয়ণ প্রকল্প প্রাঙ্গণে আয়োজিত ভিডিও কনফারেন্স অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁশখালীর এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরী, চন্দনাইশ এমপি নজরুল ইসলাম, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার আশরাফ হোসেন,জেলা প্রশাসক মমিনুল রহমান, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান,জেলার যুগ্ম সম্পাদক শাহজাদা মহিউদ্দিন, উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মৃনাল কান্তি ধর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী, সাধারণ সম্পাদক এম এ মালেক, উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমদ, স্থানীয় জনপ্রতিনিধিগন,রাজনৈতিক নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ,সাংবাদিকবৃন্দ ও উপকারভোগী গৃহহীন ও ভূমিহীন পরিবারের সদস্যবৃন্দ। এদিকে জেলা প্রশাসক মমিনুর রহমান ভার্চুয়ালি অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি কথা বলার পর উপকারভোগী এয়ার মোহাম্মদ ও বিলকিস আক্তার প্রধানমন্ত্রীকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে নিজেদের মনোভাব ব্যক্ত করেন। উপকারভোগীরা প্রধানমন্ত্রীকে আনোয়ারায় বেড়াতে আসার জন্য দাওয়াত দেন।
Discussion about this post