নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার কেলিশহর সত্যানন্দ ও কালাবাবা যোগসিদ্ধ আশ্রমের ১৫৫ তম প্রতিষ্টা বার্ষিকী ও মহা উৎসব গতকাল বুধবার আশ্রম প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রয়াত মহাত্মা স্বামী নিত্যানন্দ পুরী মহারাজের স্মরণে প্রতিবছরের ন্যায় এবারও মঙ্গল প্রদীপ প্রজ্জলন, চন্ডীপাঠ, গীতা পাঠ, পূজা অচ্চর্নাও বিভিন্ন ধর্মীয় কার্যবলি সহ স্মৃতিচারণ সভা অনুষ্টিত হয়।
আশ্রমের ভারপ্রাপ্ত সভাপতি অনুপম বনিকের লিটনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন অধ্যক্ষ মিলন চন্দ্র দেবনাথ, উদ্বোধক হিসেবে ছিলেন ডাঃ অসীম সরকার,চেয়ারম্যান সরোজ কান্তি সেন, চেয়ারম্যান ইউনুস মিয়া, আশিষ দত্ত, পিংকু দাশ গুপ্ত, সজীব দেবনাথ ,সুনীল সেন,সজল দেবনাথ, রবিন্দ্র দেবনাথ প্রমুখ।
এতে জাতি ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলেই উপিস্থত ছিলেন।
Discussion about this post