আনোয়ারা প্রতিনিধি
আনোয়ারা উপজেলার চাতুরী ইউনিয়নের
৩ নং ওয়ার্ড কেঁয়াগড় থেকে পায়ে হেঁটে আনোয়ারা সদর যাওয়ার একমাত্র ব্রীজ “উমাতারা সেতু” ভেঙ্গে গেছে। কেঁয়াগড় গ্রাম হতে আনোয়ারা সদরে আসার একমাত্র মাধ্যম ছিল এটি। এটি ভেঙ্গে যাওয়ায় এলাকার বাসিন্দারা বিশেষ করে স্কুল শিক্ষার্থীরা পড়েছে চরম ভোগান্তিতে। এখন তারা স্কুল কলেজে যাতায়াত করতে পারছেনা। সরেজমিনে দেখা যায় কাঠের তৈরি এই সেতুটির অর্ধেক ভেঙ্গে খালের সাথে বিলীন হয়ে গেছে। ফলে বন্ধ হয়ে গেছে যাতায়াত। এটি দীর্ঘদিন ধরে খুব বিপদজনক অবস্থায় ছিল। এখানে সেতু তৈরির জন্য টেন্ডার হলেও এক অজানা কারনে কাজটি বন্ধ রয়েছে। এলাকার বাসিন্দারা অভিযোগ করেন, সেতুটি অনেক দিন ধরে ঝুকিপূর্ণ ছিল। তারপরও তারা জীবনের ঝুঁকি নিয়ে এই সেতুটি দিয়ে যাতায়াত করতো।কারন এটি ছাড়া সদরে আসার বিকল্প কোন ব্যবস্থা ছিলনা। অনেকের কাছে আবেদন জানিয়েও কোন সুফল পাওয়া যায়নি। শুনেছি এটার টেন্ডার হয়েছিল। কিন্তু এতোদিনেও কাজ শুরু করা হয়নি। এখন সেতুটি চুড়ান্ত ভাবে ভেঙ্গে যাওয়ায় আমাদের কষ্টের আর কোন সীমা রইলোনা। আমরা যাতায়াতের এই দুর্ভোগ থেকে বাঁচতে সংশ্লিষ্ট সকলে দৃষ্টি আকর্ষণ করছি।
এবিষয়ে বিভিন্ন দপ্তরের সংশ্লিষ্টদের সাথে যোগাযোগ করলেও কোন সদুত্তর পাওয়া যায়নি।
Discussion about this post