আনোয়ারা প্রতিনিধি
আনোয়ারায় সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি আনোয়ারা উপজেলা শাখার আয়োজনে উপজেলা হলরুমে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান শিক্ষক সমিতির আনোয়ারা উপজেলা শাখার সভাপতি কে,এম, ছরোয়ার হোছাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ বেলাল হোসেন।
উপজেলা প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রতন কান্তি শীলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্সট্রাক্টর ইউ আর সি (আনোয়ারা ) এস কে মাহবুব। সহকারী উপজেলা শিক্ষা অফিসার আনোয়ারুল কাদের, বিটন চন্দ্র দেব, রন্জন ভট্টাচার্য, রুপালী ব্যাংকের ম্যানেজার সালাউদ্দিন ও সরোজ আহমেদ, বিশিস্ট সাংবাদিক ও লেখক।
আরো উপস্থিত ছিলেন, উপজেলার প্রধান শিক্ষকদের মধ্যে পুলক কুমার সেন, অরুণ কুমার গুপ্ত, কে এম এরশাদ হোসেনসহ উপজেলার প্রধান শিক্ষক নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে দেশ ও জাতির মঙ্গল কামনা এবং যেসব প্রধান শিক্ষক ও শিক্ষকবৃন্দ ইন্তেকাল করেছেন তাদের জন্য দোয়া ও মোনাজাত করা হয়।
Discussion about this post