স্বাধীন বাংলাদেশের সুর্বণ জয়ন্তীর বছরে দাঁড়িয়েও বঙ্গবন্ধুহীন বাংলাদেশে তাঁকে হারানোর বেদনা আমাদের শোকাহত করে। তাঁর সারাজীবনের ত্যাগ, তিতিক্ষায় পাওয়া স্বাধীনতা এবং একজন গর্বিত বাংলাদেশি হিসাবে বেঁচে আছি সেই শোককে ধারণ করেই। তবে বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে, তাঁর সুযোগ্য কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য নিবেদিত প্রাণ হিসাবে কাজ করে যাচ্ছি নিরলসভাবে। আজ সেই কলংকিত ২১ আগস্ট। ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালো রাতে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়েছিল। কিন্তু ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা করে পুরো আওয়ামী লীগ পরিবারকে হত্যা করতে চেয়েছিল ষড়যন্ত্রকারীরা। কিন্তু আল্লাহর অশেষ রহমতে বরাবরের মতোই আমাদের নেত্রী, বাংলাদেশের মানুষের ভরসার শেষ আশ্রয়স্থল শেখ হাসিনা প্রাণে বেঁচে গিয়েছিলেন বলেই আজকের সমৃদ্ধ বাংলাদেশ পাচ্ছি।
Discussion about this post