আনোয়ারা প্রতিনিধি
আনোয়ারায় দিনব্যাপী ঐতিহ্যবাহী ইছামতীর মেলা অনুষ্ঠিত হয়েছে।
আজ ৯ ই এপ্রিল শনিবার উপজেলা সদরের ইছামতী খালের তীরে প্রতিবছর বাসন্তী পূজার অষ্টমী তিথির দিনে এ মেলার আয়োজন করা হয়।
আনোয়ারা উচ্চ বিদ্যালয় মাঠে বসেছে এই মেলা। এতে নিত্য ব্যবহারের জিনিস, ঘর সাজানোর নানা উপকরণ, খেলনা, বাঁশ, বেতের তৈরি সামগ্রী প্রভৃতি পাওয়া যায়। ছোট ছোট বাচ্চাদের জন্য বসেছে নাগরদোলা।
মেলার আয়োজক কমিটির সদস্য সাবেক ইউপি সদস্য লিটন সিকদার জানান, এই মেলা অনেক পুরোনো। ইছামতী বিগ্রহ মন্দির ঘিরে মেলা বসে। মন্দিরে দেশের বিভিন্ন স্থান থেকে লোকজন আসেন। ওই দিন তাঁরা ইছামতী নদীতে পুণ্য স্নান করেন।
Discussion about this post