আনোয়ারা প্রতিনিধি
চট্টগ্রামের আনোয়ারায় পরিত্যক্ত ফসলি জমির মাটি কাটার দায়ে ৩ জনকে দেড় লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৭ এপ্রিল) রাত থেকে শুক্রবার (৮ এপ্রিল) রাত পর্যন্ত আনোয়ারার বিভিন্ন স্থানে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রট ও সহকারী কমিশনার (ভূমি) মো. তানভীর হাসান চৌধুরী এ অভিযান পরিচালনা করেন ।
দণ্ডপ্রাপ্তরা হলেন, পরৈকড়া ইউনিয়নের মো. আব্দুল মান্নান, চাতরী ইউনিয়নের মো: মাহবুবুল ইসলাম এবং বারখাইন ইউনিয়নের মো. জাবেদ।
বিষয়টি নিশ্চিত করে মো. তানভীর হাসান চৌধুরী বলেন, আনোয়ারার কিছু পরিত্যক্ত ফসলি জমিতে রাতের আঁধারে মাটি কাটার খবর পেয়ে দুইদিনব্যাপী অভিযান চালায়,অভিযানে স্কেভেটরসহ আমরা তিনজনকে আটক করি। ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদেরকে দেড় লাখ টাকা জরিমানা করি। এধরণের অভিযান অব্যাহত থাকবে।
Discussion about this post