সাইফুল ইসলাম – সাভার প্রতিনিধি
ঢাকার ধামরাইয়ে গ্যাস সংকট সমাধানে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করে মানববন্ধন করেছেন এলাকা বাসী।
শুক্রবার( ৮ এপ্রিল)দুপুরে জুমার নামাজের পর কালামপুর বাজার জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে কালামপুর বাস স্ট্যান্ডে গিয়ে শেষ হয়।
পরে কালামপুর বাজার বনিক সমিতির সভাপতি রবিউল করিম রুবেলের সভাপতিত্বে বক্তব্য রাখেন মুফতি ইউসুব বিন সিরাজ,আলহাজ্ব মির্জা ইয়ার হোসেন প্রমুখ।
মানববন্ধনে কালামপুর বাজার বণিক সমিতির সভাপতি মোঃ রবিউল করিম বলেন বলেন, ধামরাইয়ে লাখ লাখ মানুষ বসবাস করেন। বর্তমানে দ্রব্যমূল্যের দাম বাড়ার পাশাপাশি গ্যাস সংকটের কারণে তারা মানবেতর জীবনযাপন করছে। প্রথম রমজান থেকেই এই অঞ্চলে তীব্র গ্যাস সংকটে রান্না করতে না পারায় ভোগান্তিতে পড়ছে এই অঞ্চলের মানুষ। কাজ শেষে বাসায় ফিরে নতুন করে রান্নার যুদ্ধে নামতে হয় শ্রমিকদের। নিভু নিভু গ্যাসের কারণে সন্ধ্যার রান্না করতে করতে রাত হয়ে যায় তাদের।
মানববন্ধনে অংশ নেন ধামররাই উপজেলার কালামপুর, গোয়ালদী, কাশীপুর,বাটুলিয়া সহ আশপাশের ভুক্তভোগী মানুষ।
Discussion about this post