আনোয়ারা প্রতিনিধি
রমজান মাস। সিয়াম সাধনার মাস। এ বছরে এপ্রিল মাস থেকে রোজা শুরু হবার ফলে অনেকটা দাবদাহের মধ্যে রোজা পালন করছেন ধর্মপ্রাণ মুসলমানেরা। এরই মধ্যে আনোয়ারায় শুরু হয়েছে বিদ্যুতের যাওয়া -আসার ভেলকিবাজি। বেশিরভাগ সময় সেহরী,ইফতার ও তারাবীহ নামাজের সময় লোডশেডিং হচ্ছে। যাতে করে চরম দাবদাহে গরম সহ্য করে মহান রবের উপাসনা করতে হচ্ছে ধর্মপ্রাণ মুসলমানদের। যার ফলে ক্ষোভ প্রকাশ করছেন সাধারণ মুসল্লীরা।
রমযান মাসের শুরু থেকে এই উপজেলায় ঘন্টার পর ঘন্টা লোডশেডিং-এ অতীষ্ট হয়ে উঠেছে জনজীবন। লাগাতার লোডশেডিং এর ফলে চরমভাবে বিঘ্নিত হচ্ছে কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষা-কার্যক্রম।
মুসল্লী সালাউদ্দিন বলেন, সারাদিন রোজা রাখার পর ইফতার কিংবা তারাবীহের নামাজ পড়তে গিয়ে লোডশেডিং হচ্ছে। যাতে করে একদিকে যেমন ভ্যাপসা গরম অপর দিকে ইমামের সুরা-ক্বেরাত শুনতেও সমস্যা হচ্ছে। অসহনীয় গরমের মধ্যে নামাজ আদায় করতে অনেকটা কষ্টকর বটে।
এধরণের লোডশেডিং-এ অতীষ্ট উপজেলার সাধারণ জনগন,মুসল্লী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই। অনতিবিলম্বে বিদ্যুৎ বিভ্রাটের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যবস্থা নিবে এমনটাই আশাবাদী এলাকার সাধারণ জনগন।
এ বিষয়ে বিদ্যুৎ অফিসে জানতে চেয়ে যোগাযোগ করা হলে ফোন বন্ধ পাওয়া যায়।
Discussion about this post