আনোয়ারা প্রতিনিধি
আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন বাংলাদেশ মাইনোরটি ওয়াচ এর সভাপতি সুপ্রিম কোর্টের জৈষ্ঠ্য আইনজীবী রবীন্দ্র ঘোষ আনোয়ারা উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিদর্শন করেছেন।
গতকাল (৬ মার্চ) বুধবার সকালে তিনি আনোয়ারা উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিরোধপূর্ণ কয়েকটি বিষয়ে সরেজমিনে পরিদর্শন করেন এবং ভুক্তভোগীদের সাথে কথা বলেন। এতে ভুক্তভোগীদের যাতে কোন মানবাধিকার লংঘন না হয়, তারা যাতে ন্যায় বিচার পাই সেই বিষয়ের সুদৃষ্টি রাখার জন্য প্রশাসনের সকলের প্রতি আহবান জানান। তিনি বলেন- আইন সবার জন্য সমান,এদেশ সকলকে সমান অধিকার নিয়ে বাচার নিশ্চয়তা দিয়েছে। কারো যেন কোন মানবাধিকার লংঘন না হয়,সেদিকে সুদৃষ্টি দেওয়া প্রয়োজন।
পরিদর্শন কালে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম দিদারুল ইসলাম সিকদার, চ্যানেল এস প্রতিনিধি রুপন দত্ত, মানবাধিকার কর্মী সুপন সিকদার,জুয়েল আইচ অর্ক সহ অনেকে উপস্থিত ছিলেন।
Discussion about this post