আনোয়ারা প্রতিনিধি
আনোয়ারা উপজেলার ১১০ টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও স্কুল পরিচালনা কমিটির সভাপতিদের নিয়ে ৩ দিন ব্যাপী স্কুল ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ (৫ই এপ্রিল) মংগলবার সকাল দশটায় উপজেলা হলরুমে অনুষ্ঠিত এই কর্মশালায় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহম্মেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন আনোয়ারা উপজেলা পরিষদ এর চেয়ারম্যান আলহাজ্ব তৌহিদুল হক চৌধুরী, এতে অন্যনদের মধ্যে উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ বেলাল হোসেন, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ আনোয়ারুল কাদের, রন্জন ভট্টাচার্য, বিটন চন্দ্র দেব,মোঃ সানাউল্লাহ কাউসার,ইউডিএফ এর কর্মকর্তা পাপিয়া চাকমা সহ অনেকে।
প্রশিক্ষণ কর্মশালারটি সহযোগিতা করেন ইউজিডিপি ও জাইকা। বাস্তবায়ন করছেন আনোয়ারা উপজেলা পরিষদ।
প্রশিক্ষণ কর্মশালায় প্রধান শিক্ষক ও স্কুল পরিচালনা কমিটির সকলে মিলে স্কুলে অধ্যায়নরত সকল শিক্ষার্থীদের যেন কোন প্রকার অসুবিধা নাহয়, তারা যেন ভালো পরিবেশে শিক্ষা গ্রহণ করতে পারে সেদিকে সুদৃষ্টি দেওয়ার উপর জোর দেওয়া হয়।
Discussion about this post