আনোয়ারা প্রতিনিধি
” যেখানেই দূর্যোগ সেখানেই ফায়ার সার্ভিস “
সচেতনতা মূলক গণসংযোগ করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন আনোয়ারা।
আজ (২রা এপ্রিল) শনিবার সকালে উপজেলার বৈরাগ ইউনিয়নের বিভিন্ন বাজারে এই গণসংযোগ পরিচালনা করেন আনোয়ারা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার মোঃ বেলাল হোসেন।
তিনি বিভিন্ন দোকানে গিয়ে মালিক কর্মচারীদের সাথে কথা বলেন এবং বিভিন্ন বিষয়ে পরামর্শ দেন।
এবিষয়ে তিনি বলেন, যেখানেই দূর্যোগ সেখানেই ফায়ার সার্ভিস। আমরা প্রতি শনিবার আনোয়ারার বিভিন্ন জায়গায় এই গণসংযোগ পরিচালনা করি। আমরা সবাইকে আগুন লাগার কারণ ও কিভাবে এইসব অনাকাঙ্ক্ষিত দূর্ঘটনা থেকে রক্ষা পাওয়া যায় সেই বিষয়ে তাদেরকে বুঝাতে চেষ্টা করি। যেহেতু আগামীকাল থেকে পবিত্র রমজান শুরু হচ্ছে তাই আজ ধারাবাহিক কর্মসূচি হিসেবে এই গণসংযোগ চালিয়েছি।
Discussion about this post