আনোয়ারা প্রতিনিধি
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করে ২৫ কেজি জেলি মিশ্রিত চিংড়ি মাছ জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩১ মার্চ) সন্ধায় উপজেলার মালঘর বাজারে সহকারী কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরী’র নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
এসময় উপজেলার সিনিয়র মৎস্য অফিসার মোঃ রাশিদুল হক, মেরিন ফিসারিজ অফিসা হুজ্জাতুল ইসলাম এবং ফিল্ড অফিসার জাহেদ আহমেদ ও অফিস সহকারী এনামুল হক উপস্থিত ছিলেন।
অভিযানের বিষয়ে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরী বলেন, মালঘর বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে জেলি মিশ্রিত চিংড়ি মাছ জব্দ করা হয়েছে। এবং পরবর্তীতে তা পুড়িয়ে বিনিষ্ট করা হয়।
Discussion about this post