আনোয়ারা প্রতিনিধি
আহ্বায়ক কমিটির মুখ দেখলো আনোয়ারা উপজেলা যুবদল। বুধবার (৩০মার্চ) রাতে কেন্দ্রীয় যুবদলের দপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলাল এ কমিটির অনুমোদন দেন। ৩ সদস্য বিশিষ্ট এ কমিটিতে হারেছ আহমদকে আহ্বায়ক,আলমগীর হোসেন বাহাদুরকে যুগ্ম আহ্বায়ক ও ফারুক হোসেনকে সদস্য সচিব করা হয়েছে।
কমিটিতে নির্বাচিত আহ্বায়ক হারেছ আহমদ বলেন, দলের দুঃসময় ও সুসময়ে আমরা রাজপথে ছিলাম এবং থাকব। দীর্ঘদিন পর হলেও একটি কমিটি উপহার দেওয়ায় সকলের প্রতি ধন্যবাদ জানাচ্ছি। দলের যে কোনো আন্দোলন সংগ্রামে মাঠ থাকব আমরা।
এবিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সভাপতি মো.শাহজাহান বলেন, জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটি দক্ষিণ চট্টগ্রামের সব উপজেলা কমিটিগুলো যাছাই বাছাইয়ের মাধ্যমে এ আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে । আমি মনে করি জিম্মিয়ে থাকা যুবদলকে আবারো সক্রিয়ভাবে গড়ে তুলবেন ।
Discussion about this post