আনোয়ারা প্রতিনিধি
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পারকি সমুদ্র সৈকতে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী বারুনী স্নানোৎসব। আজ (৩০ মার্চ) বুধবার সকাল থেকে দিনব্যাপী এই স্নানোৎসব শুরু হয়। চন্ডীপাঠ,গীতাযগ্ঘ, গংঘা পূজা, মহা প্রসাদ বিতরণ সহ বিভিন্ন আনুষ্ঠানিকতার মাধ্যমে এই স্নাণ উৎসব অনুষ্ঠিত হয়।
ভোরের আলো ফুটতে ফুটতেই সনাতন ধর্মালম্বীর হাজার হাজার মানুষ পূণ্য লাভের আশায় স্নান শুরু করে। বিভিন্ন প্রান্ত থেকে সনাতন ধর্মালম্বী নারী পুরুষ এখানে স্নানের জন্য একত্রিত হয়।
সনাতন ধর্ম মতে বছরের চৈত্রের মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথির এই তিন দিনে উত্তরমুখী স্রোতে স্নান করলে পাপ মোচন হয়। এ ছাড়া পিতা-মাতার স্বর্গবাসের জনও এই স্নান করতে হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারশত ইউনিয়নে চেয়ারম্যান এম কাইয়ুম শাহ, সিআইপি দুদুল কুমার দত্ত, উদযাপন কমিটির সভাপতি সমর কান্তি নাথ, সাধারণ সম্পাদক কল্লোল সেন, ইউপি সদস্য তৌহিদুল ইসলাম তৌহিদ, সাংবাদিক সুমন শাহ,চ্যানেল এস প্রতিনিধি রুপন দত্ত সহ আরো অনেকে।
আনোয়ারার বৈরাগ থেকে আসা কেনারাম রায় বলেন, পরলোকগত বাবা মায়ের স্বর্গবাসের জন্য প্রার্থনা করতেই আমি এই স্নানোৎসবে এসেছি। আনোয়ারা সদর থেকে আসা কমলা রাণী বলেন, আমাদের ধর্মে আছে এখানে স্নান করলে দেহ ও মনের পাপমোচন হয়, তাই স্নান করতে এসেছি।
বারুণী স্নাণ উদযাপন কমিটির সাধারণ সম্পাদক কল্লোল সেন বলেন, দেহ মনের পাপ মোচনে হাজারো ভক্ত এখানে স্নান করতে আসে। বহু বছর ধরপ সনাতন ধর্মালম্বীরা শান্তিপূর্ণভাবে স্নানোৎসব পালন করে আসছে।
Discussion about this post