আনোয়ারা প্রতিনিধি
চট্টগ্রামের আনোয়ারায় গতকাল সোমবার ( ২৮ মার্চ) র্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল চট্টগ্রাম জেলার আনোয়ারা এলাকায় অভিযান চালিয়ে চায়ের দোকান হতে ১ টি ওয়ানশুটার গান উদ্ধারসহ ১ জন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম ফরিদুল আলম (৪৮), পিতা- মৃত বয়েজুর রহমান, সাং- আইরমঙ্গল, থানা- আনোয়ারা, জেলা- চট্টগ্রাম বলে জানা যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে অস্ত্রের ভয় দেখিয়ে স্থানীয়ভাবে এলাকায় প্রভাব বিস্তারসহ চট্টগ্রাম জেলার আনোয়ার এলাকায় বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছেছিল।
র্যাব-৭-এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার বলেন, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মামলা দিয়ে আনোয়ারা থানায় হস্তান্তর করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আনোয়ারা থানায় এর আগেও একটি মামলা ছিল।
Discussion about this post