আনোয়ারায় উপজেলা প্রশাসন বনাম কর্মরত সাংবাদিকদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচে কর্মরত সাংবাদিকরা ট্রাইবেকারে জয়ী
চট্টগ্রামের আনোয়ারায় মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে প্রীতি ফুটবল প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও কর্মরত সাংবাদিকদের মধ্যে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে উপজেলা প্রশাসনকে ৩-২ গোলে হারিয়ে জয়ী হয়েছে সাংবাদিকেরা ।
শনিবার (২৬ মার্চ) বিকাল ৫ টায় আনোয়ারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলার নির্ধারিত সময় ৩-৩ গোলে ড্র থাকায় ট্রাইব্রেকারে ৩-২ গোলে উপজেলা প্রশাসনকে হারিয়ে জয়ী হয় সাংবাদিকরা।
খেলায় উপজেলা প্রশাসন একাদশে অংশ গ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমেদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরী, কৃষি কর্মকর্তা রমজান আলী, মাধ্যমিক শিক্ষা অফিসার ফেরদৌস হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জামিরুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।
অপরদিকে সাংবাদিকদের পক্ষে অংশ গ্রহণ করেন এম আনোয়ারুল হক, এম. নুরুল ইসলাম, মোরশেদ হোসেন, নুরুল আবচার তালুকদার,জাহেদুল হক, খালেদ মনছুর, হুমায়ন কবির শাহ সুমন, জাহাঙ্গীর আলম, , ডিএইচ মনছুর, রুপন দত্ত , রেজাউল করিম সাজ্জাদ, কোরবান আলী টিটু,
মো. সোহেল, জাহিদ হাসান হৃদয়, এনামুল হক নাবিদ, মোঃ রিয়াদ, ফরহাদুল ইসলাম ফরহাদ, জাবেদুল ইসলাম সহ আরো অনেকে ।
Discussion about this post