আনোয়ারা প্রতিনিধি
ক্লোজড সার্কিট টেলিভিশন (সিসিটিভি) ক্যামেরার আওতায় আসছে আনোয়ারা সদর ইউনিয়ন পরিষদ ।
ইউনিয়ন পরিষদকে কঠোর নজরদারিতে আনতে ও নিরাপত্তা নিশ্চিত করতে পরিষদে ৪টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করছে আনোয়ারা সদর ইউনিয়ন চেয়ারম্যান ।
আজ সোমবার (২১ মার্চ) বেলা ১২টায় সদর ইউপি চেয়ারম্যান এর কার্যালয়ে এ ক্যামেরা নেটওয়ার্কের উদ্বোধন করা হয়। এটির উদ্ভোধন করেন সদর ইউপি চেয়ারম্যান অসীম কুমার দেব ।
ইউনিয়ন সূত্রে জানা যায়, পুরো সদর ইউনিয়নের চারপাশে মোট ৪টি স্থানে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। দুই মেগা পিক্সেলের প্রতিটি ক্যামেরার সঙ্গে রয়েছে মেমোরি কার্ড। এ ছাড়া ক্যামেরার সঙ্গে লাইট সংযুক্ত থাকায় আলোক–স্বল্পতা থাকলেও স্পষ্ট ভিডিও পাওয়া যাবে। এই পুরো কাজটিই করছে পিসি সলিউশন নামের একটি প্রতিষ্ঠান
ইউপি চেয়ারম্যান অসীম কুমার দেব বলেন, জনগণকে সঙ্গে নিয়ে দেশের উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠা করতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। জনগণের জানমালের নিরাপত্তা দিতে সরকার বদ্ধপরিকর। তারই ধারাবাহিকতায় এই সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এখন থেকে পুরো ইউনিয়ন পরিষদ ক্যামেরার আওতায় থাকবে। এখন এখানে কেউ অপরাধ করে আর পার পাবেনা।
এতে আরো উপস্থিত ছিলেন ইউপি সদস্য বরুণ দাস, মিনু রানী দত্ত ও হামিদা সুলতানা
Discussion about this post