কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন ছেঁড়াদ্বীপ সংলগ্ন সমুদ্র সৈকতে অভিযান চালিয়ে ১লাখ ২৬ হাজার পিস ইয়াবাসহ আনোয়ারার শীর্ষ ৫ইয়াবা পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড সদস্যরা।
বুধবার বিকাল আড়াইটার দিকে লেঃ কমান্ডার আব্দুর রহমানের (মিডিয়া) স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে জানায় (১৬ মার্চ) রাত পৌনে ২টার দিকে তাদের আটক করা হয়।
আটককৃতরা মাদক পাচারকারীরা হলেন, চট্টগ্রামের আনােয়ারা থানার বাসিন্দা, মহিদুল ইসলাম, আবুল হােসেন, মােহাম্মদ আবুল কাশেম, মােহাম্মদ ফজলে করিম, মনুর আলী।
বিজ্ঞপ্তিতে জানায়, গোপন খবরের ভিত্তিতে বিসিজি স্টেশন টেকনাফে দায়িত্বরত লেঃ কমান্ডার সৈয়দ তৈমুর পাশার নেতৃত্বে সেন্টমার্টিন এর ছেড়াদ্বীপ সংলগ্ন সমূদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালীন সেন্টমার্টিন ছেড়াদ্বীপ হতে আনুমানিক ৫ মাইল দূরে মিয়ানমার সীমানা হতে বাংলাদেশ সীমানায় অবৈধভাবে একটি কাঠের নৌকাকে প্রবেশ করতে দেখা যায়। নৌকাটির গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্টগার্ড সদস্যগণ নৌকাটিকে থামার সংকেত দিলে, কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে নৌকাটি না থামিয়ে দ্রুত মিয়ানমার সীমানায় পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে কোস্ট গার্ড সদস্যরা ধাওয়া করে নৌকাসহ ০৫ জনকে আটক করে। পরবর্তীতে নৌকাটি তল্লাশি করে পানির ড্রামের ভিতর লুকিয়ে রাখা ১লাখ ২৬হাজার পিস জব্দ করা হয়।
এসময় ৫জন পাচারকারীদের আটক করা হয়।
পরবর্তী ৫ মাদক পাচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে জানায় লেঃ আব্দুর রহমান।
Discussion about this post