সাইফুল ইসলাম – সাভার প্রতিনিধি
বর্তমান পরিস্থিতিতে দলের করণীয় নির্ধারণে ঢাকা জেলার উদ্যোগে ধামরাই উপজেলার বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দুপুর ১টায় উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের কৃঞ্চপুরা বাথুলি আকিজ ফুট এন্ড বেভারেজ লিমিটেডের সামনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে ডাঃ মোঃ মতিউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলহাজ্ব তমিজ উদ্দিন সদস্য জাতীয় নির্বাহী কমিটি, আহবায়ক ধামরাই থানা বিএনপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খন্দকার শাহ্ মইনুল হোসেন বিল্টু টিম লিডার, ধামরাই থানা বিএনপি ও সহ-সভাপতি ঢাকা জেলা বিএনপি, রকিবুর রহমান খান ফরহাদ সিনিয়র যুগ্ম আহবায়ক ধামরাই থানা বিএনপি।
সম্মেলনে দলের করনীয় সকল বিষয় নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সামছুল ইসলাম সদস্য সচিব ধামরাই থানা বিএনপি।
এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোঃ মোজাম্মেল হক সদস্য ধামরাই থানা বিএনপি, আবুল কাসেম সহ-সাংগঠনিক সন্পাদক ঢাকা জেলা বিএনপি, আইয়ূব আলী সদস্য ধামরাই থানা বিএনপি, আনোয়ার হোসেন মেম্বার সদস্য ধামরাই থানা বিএনপি,বাবু মেম্বার গাঙ্গুটিয়া ইউনিয়ন বিএনপি।
ধামরাই থানা যুবদলের নেতা মোঃ মাসুূদুর রহমান,মোঃ শরিফুল ইসলাম, এস এম আনিসুর রহমান, শহিদুল ইসলাম, রফিকুল ইসলাম।
ধামরাই থানা স্বেচ্ছাসেবক দলের নেতা মোঃ নজরুল ইসলাম, মোঃ মহিউদ্দিন মহি,মোঃ জাহাঙ্গীর আলম,সাইফুল ইসলাম।
ছাত্রদলের নেতা এইচ এম লুৎফর রহমান সাবেক সহ-সভাপতি ঢাকা জেলা ছাত্র দল,মোঃ সোহেল রানা যুগ্ম- আহবায়ক ঢাকা জেলা উত্তর, মোঃ রুবেল হোসেন পল্লব,ধামরাই থানা ছাত্র দল সহ মফিকুল মেম্বার, লিয়াকত হোসেন, মোঃ হিবলু মিয়া
Discussion about this post