আনোয়ারা প্রতিনিধি
টিসিবির পণ্য কিনতে গতকাল আনোয়ারার সিইউএফএল হাউজিং কলোনি গেটে সামনে দেখা গেল মানুষের দীর্ঘ সারি। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) সাশ্রয়ী মূল্যে পণ্য কিনতে মানুষের ভিড় বাড়ছে। সকাল থেকে টিসিবির ট্রাকের সামনে দীর্ঘ লাইনে দাঁড়াচ্ছেন অনেক সক্ষম ক্রেতাও। উদ্দেশ্য-খাদ্যপণ্য কিনতে বাড়তি ব্যয় কমানো। সব শ্রেণির ক্রেতারাই হুমড়ি খেয়ে পড়ছেন কম দামে সরবরাহ করা টিসিবির পণ্য কিনতে। কিন্তু দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে পণ্যের মজুত শেষ হওয়ায় অনেকে ফিরেছেন খালি হাতে। গতকাল সিইউএফএল হাউজিং কলোনি গেটে এ চিত্র দেখা গেছে।
দীর্ঘ লাইনে দাঁড়িয়ে একসময় সিরিয়াল এলেও দেখা গেছে, ডাল আছে তো তেল নেই। আবার মানুষের দীর্ঘ সারি শেষ হওয়ার আগেই বিক্রি শেষ হয়ে যায় টিসিবির দৈনিক সরবরাহকৃত পণ্য।
ট্রাক থেকে পণ্য কিনতে আসা হাবিবুল্লাহ জানান, কম দামে পণ্য কিনতে এসেছি। তবে অনেকক্ষণ লাইনে দাঁড়িয়েও কিনতে পারিনি। শুনেছি কালও তারা এখানেই বসবে। তাই কাল আগেভাগেই এসে লাইনে দাঁড়াব। কারণ এখান থেকে পণ্য নিলে বাজারের চেয়ে অনেক কম দামে পাওয়া যাবে। ট্রাকে বেশি পণ্য থাকলে এমন ভোগান্তি আর পোহাতে হতো না।
একই স্থানে টিসিবির পণ্য কিনতে আসা স্থানীয় বাসিন্দা মো. রাকিব বলেন, টিসিবির পণ্যে মান আগের তুলনায় ভালো হয়েছে। বিশেষ করে তেল ও ডাল খুবই মানসম্মত। আবার দামও কম। তাই সুযোগ পেয়ে কম দামে পণ্য কিনলাম। আমার মতো অনেকেই টিসিবির পণ্য কিনে নিচ্ছে।
Discussion about this post