সঠিক খবরের আয়োজনে বাধন অধিকারীর লেখা “নয়া তথ্য প্রযুক্তি সংবাদ – বাস্তবতা ও বুদ্ধিবৃত্তি ” শিরোনামের বইটি আনোয়ারা প্রেসক্লাবের সাংবাদিকদের হাতে তুলে দেওয়া হয়েছে।
রবিবার (২২-আগষ্ট) সকাল ১১ টার দিকে উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী এই বই হস্তান্তর করেন।
এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন সঠিক খবরের চেয়ারম্যান সংগিতা বড়ুয়া, জুয়েল বড়ুয়া , আনোয়ারা প্রেসক্লাবের পক্ষে নুরুল ইসলাম, সুমন শাহ, রুপন দত্ত প্রমুখ।
Discussion about this post