চট্টগ্রামের আনোয়ারায় সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) চট্টগ্রাম জেলা কার্যালয়ের সার্বিক ব্যবস্থাপনায় আরইএলআই প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ মার্চ) দুপুর ১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদের সভাপতিত্বে বটতলী
ক্লাস্টার অফিসার মোঃ মামুনুর রশীদের সঞ্চালনায়
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা ব্যবস্থাপক মোঃ শহিদুল ইসলাম, এসডিএফ আঞ্চলিক ব্যবস্থাপক কামাল উদ্দিন।
এসময় বিভিন্ন সরকারী, বেসরকারী বিভাগের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, সিভিল সোসাইটি নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। স্বাগত বক্তব্য দেন ফাউন্ডেশনের জেলা ব্যবস্থাপক মো. শহিদুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কমিউনিটি পরিচালিত উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন এ প্রকল্পের মূল দর্শন। যেখানে স্থানীয় দরিদ্র জনগোষ্ঠী নিজেরাই নিজেদের উন্নয়নের পরিকল্পনা প্রণয়ন, বাস্তবায়ন ও মূল্যায়ন করে থাকে। অবহিতকরণ সভায় রেজিলিয়েন্স, এন্ট্রাপ্রেনিওরশীপ অ্যান্ড লাইভলীহুড ইম্প্রুভমেন্ট (আরইএলআই) প্রকল্পের কার্যক্রম উপস্থাপন করেন। উপস্থাপনা শেষে মুক্ত আলোচনা পর্বে বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করা হয়।
Discussion about this post