আনোয়ারা উপজেলার পুরাতন হাসপাতালের পরিত্যক্ত ভবন দখল করে চলছিল জমজমাট মাদকের ব্যবসা। এলাকার শিশু-কিশোর থেকে শুরু করে বয়ষ্করাও সেখানে মদ ক্রয় ও সেবন করতো। সেই আস্তানা গুড়িয়ে দিয়েছিল উপজেলা প্রশাসন। আর সেখানেই তৈরি হচ্ছে বিদ্যালয়।
কয়েক মাস আগে উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে গুঁড়িয়ে দেয় মাদকের সেই আস্তানা। উদ্ধার করেন ৮০ শতক সরকারি ভূমি। আর সেই ভূমিতে প্রতিষ্ঠিত হতে চলছে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আখতারুজ্জামান চৌধুরী বাবুর সহধর্মিনী ও ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের মা নুর নাহার জামানের নামে বিদ্যালয়।
বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমেদ ১১ ইউনিয়নের চেয়ারম্যানদের নিয়ে বিদ্যালয় নির্মাণের স্থান পরিদর্শন করেছেন ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমদ বলেন, ‘পুরাতন হাসপাতালের পরিত্যক্ত ভবনটি একটি মাদক কারবারি চক্র দীর্ঘদিন ধরে মাদক সেবন এবং কেনাবেচার আখড়ায় পরিণত করেছিল। আমরা কয়েক মাস আগে সেটি গুঁড়িয়ে দিয়ে সরকারি ৮০ শতক সরকারি জমি উদ্ধার করি। পরে সেখানে কী করা যায় সেটা নিয়ে চিন্তা ভাবনা শুরু করি। এক পর্যায়ে ভূমিমন্ত্রী মহোদয়ের সাথে পরামর্শের ভিত্তিতে সেখানে একটি উচ্চ বিদ্যালয় স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়। খুব শীঘ্রই সেখানে বিদ্যালয় নির্মাণের কাজ শুরু হবে। আগামী শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির কাজ শুরু হবে।’
Discussion about this post