বীমায় সুরক্ষিত থাকলে, এগিয়ে যাব সবাই মিলে” এ স্লোগানকে সামনে রেখে আনোয়ারায় জাতীয় বীমা দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার দুপুর সাড়ে বারোটায় এ উপলক্ষে র্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ এর কার্যালয় চত্বর থেকে একটি র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একইস্থানে এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদের নবনির্মিত হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহম্মেদ। এতে প্রধান অতিথি ছিলেন আনোয়ারা উপজেলা পরিষদ এর চেয়ারম্যান আলহাজ্ব তৌহিদুল হক চৌধুরী।
এতে বিভিন্ন বীমা কোম্পানির উর্ধতন কর্মকর্তারা বক্তব্য রাখেন। পরে বীমা খাতে সাফল্য লাভকারী বিভিন্ন বীমা কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়।
উল্লেখ্য জাতির পিতা বংঙ্ঘবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬০ সালের ১ মার্চ পাকিস্তানের আলফা ইনস্যুরেন্স কোম্পানিতে যোগ দেন। তার এ যোগদানের দিনটিকে জাতীয় পর্যায়ে স্মরণীয় রাখতে ২০২০ সালের ১৫ জানুয়ারি বাংলাদেশের বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সুপারিশক্রমে প্রতিবছর ১ মার্চকে জাতীয় বীমা দিবস ঘোষণা করে বাংলাদেশ সরকার।
Discussion about this post