আনোয়ারা কৃষি অফিসের আয়োজনে দিন ব্যাপী বিভিন্ন সবজি চাষ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে চলমান কৃষি বিষয়ক জাত ও প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের অধিনে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহম্মেদ, এতে প্রধান অতিথি ছিলেন আনোয়ারা উপজেলা পরিষদ এর চেয়ারম্যান আলহাজ্ব তৌহিদুল হক চৌধুরী, উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রমজান আলী, কৃষি সম্প্রসারণ অফিসার মো নুর ইসলাম ও উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোঃ সরওয়ার আলম।
প্রশিক্ষণে ৬৪ জন কৃষক, ৩০ জন কৃষাণী ও ২৬ জন কৃষি কর্মকর্তা সহ মোট ১২০ জন অংশগ্রহণ করেন।
Discussion about this post