চট্টগ্রামের আনোয়ারায় অভিযান চালিয়ে রোহিংগা মাদক চোরাকারবারী সিন্ডিকেটের সক্রিয় ২ রোহিঙ্গা সদস্য ৭ লাখ টাকা মূল্যের ইয়াবাসহ র্যাব-৭, চট্টগ্রাম এর হাতে গ্রেফতার।
গতকাল রবিবার ২০ ফে্ব্রুয়ারী রাত ৮ঃ১০ মিনিটের সময় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃত আসামীরা হলেন, কক্সবাজার জেলার উখিয়া থানাধীন কুতু পালং এলাকার আব্দুল মুন্নাফের ছেলে এহসান উল্ল্যাহ (২৫) এবং একই এলাকার মৃত শহিদুল হকের মেয়ে হালিমা বেগম (১৯)।
র্যাব-৭, এর সিনিয়র সহকারী পরিচালক মোঃ নুরুল আবছার জানান, কক্সবাজার জেলার মহেশখালী থেকে কতিপয় মাদক ব্যবসায়ী বাসযোগে মাদকের একটি বড় চালান নিয়ে চট্টগ্রামের দিকে আসছে। এমন তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম জেলার আনোয়ারা এলাকায় একটি বা্সে তল্লাশি চালিয়ে দুইজনকে আটক করা হয়। পরে আটককৃত আসামীদের জিজ্ঞাসাবাদে তাদের দেখানো মতে বাসের সিটের নিচে জ্যামিতি বক্সে প্যাকেট করা সর্বমোট ২,৩১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৭ লক্ষ টাকা।
তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে, তারা জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার জাতীয়তাবাদী যারা কুতুপালং রোহিঙ্গা শরণার্থী শিবিরে বসবাস করতেন। তারা দীর্ঘদিন যাবৎ কক্সবাজার এবং চট্টগ্রাম জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ীর নিকট হতে মাদকদ্রব্য সংগ্রহ করে পরবর্তীতে তা চট্টগ্রাম, কক্সবাজার এবং ঢাকাসহ দেশের অন্যান্য অঞ্চলের মাদক ব্যবসায়ীদের নিকট স্থানীয় বাংগালী বিবাহিত যুগলের অভিনয় করে ইয়াবা পাচার করে আসছে। গ্রেফতারকৃত আসামীদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
Discussion about this post