রাজধানী ঢাকার অদূরে ধামরাই উপজেলার পৌর শহরের কুমড়াইল ত্রি-মোহনা বটতলা রাধাগোবিন্দের নাট-মন্দিরে বিশ্ব শান্তি কল্পে বাৎসরিক ২৬তম ধর্মীয় উৎসব ১৬ প্রহরব্যাপী অখন্ড শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম মহানামযজ্ঞানুষ্ঠান ও শ্রীশ্রী রাধাগোবিন্দের অষ্টকালীন লীলাকীর্তন উৎসব -২০২২ খ্রীস্টাব্দ যথাযোগ্য মর্যাদায় সহিত ব্যাপক উৎসাহ-উদ্দীপনার ভক্তবৃন্দের উপস্থিতিতে উদযাপন করা হয়েছে।
১৩ই ফেব্রুয়ারি-২০২২ রবিবার শ্রীমদ্ভাবত পাঠ শ্রী নন্দ দুলাল গোস্বামী পাঠান্তে মহানামযজ্ঞের শুভ অধিবাস কীর্তন ও কৃষ্ণ পূজার পুরহিত শ্রী মানিক লাল গোস্বামী উৎসব এর শুভ সূচনা শুরু হয়
১৪ ও ১৫ই ফেব্রুয়ারি সোমবার- মঙ্গলবার হরিনাম মহ্নামযজ্ঞানুষ্ঠান অন্তে ১৬ই ফেব্রুয়ারি বুধবার ভোর থেকে পরমেশ্বর ভগবান শ্রীশ্রী রাধাগোবিন্দের অষ্টকালীন লীলাকীর্তন শুরু হওয়ার পর দুপুরে মহাপ্রভুর ভোগরাগ অন্তে প্রসাদ বিতরন ও ভক্তদের প্রসাদ সেবার আয়োজন করা হয়।
অষ্টকালীন লীলাকীর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট,ঢাকা জেলা কমিটির নির্বাহী সভাপতি ও ঐতিহ্যবাহী ধামরাই শ্রীশ্রী যশোমাধব মন্দির কমিটির দপ্তর সম্পাদক, ধামরাই উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি সাংবাদিক রনজিত কুমার পাল( বাবু) ও অগনিত ভক্তবৃন্দ।
হাজার হাজার ভক্তবৃন্দ প্রসাদ সেবা করেন সেই সাথে শতশত ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরন কার্যক্রম চলমান রয়েছে।
আগামীকাল ১৬ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার ভোরে সমাপ্ত হবে অষ্টকালীন লীলাকীর্তন পালা ও একরের ২৬তম ধর্মীয় আনুষ্ঠানিকতা সার্বিক কার্যক্রম এর।
নামসৃধা বিতরণ করেছেন- কৃষ্ণ বাসুদেব সম্প্রদায় (খুলনা), সত্য নারায়ণ সম্প্রদায় (পাবনা), রুপ নারায়ণ সম্প্রদায় (সিরাজগঞ্জ), কল্পনা সম্প্রদায় (বাগেরহাট), গোপাল বালক সম্প্রদায় (বগুড়া) ও মা যশোদা সম্প্রদায় (খুলনা).।
অষ্টকালীন লীলাকীর্তন পরিবেশন করেন- শ্রীমতি পুষ্প রানী দাস (বগুড়া), শ্রীযুক্ত বাবু নিমাই পাল (রাজবাড়ী) ও মহাদেব ঘোষ (গাজীপুর)।
উৎসব উদযাপন কমিটির সভাপতি শ্রী বিরেন্দ্র পাল ও সাধারণ সম্পাদক ব্রজেন্দ্র পাল বলেন- কলিযুগে মানুষ ধর্মের অমৃত-বাক্য ভুলে গিয়ে আজ পরিত্রাণহীন অন্ধকারের দিকে ধেয়ে চলছে। দাম্ভিকতা, অর্থ,বৃত্ত আর লোভের তুচ্ছ মোহে আবদ্ধ হয়ে মানুষ সত্য সুন্দরের পথ খুঁজে পাচ্ছে না এই দুঃখ, দুর্দশা থেকে পরিত্রাণ পেতে ও বৈশ্বিক মহামারী নোভেল করোনা ভাইরাস কোভিড-১৯ সংক্রমণ থেকে বিশ্ববাসীকে মুক্ত করতে পরমেশ্বর ভগবানের নিকল সকল ভক্তবৃন্দের সমন্বিত প্রার্থনার জন্য আমাদের নামযজ্ঞ উৎসব এর এবারের প্রধান তাৎপর্য। এবারের উৎসবে সকল ভক্তবৃন্দের মূল চাওয়া / প্রার্থনা করোনামুক্ত শান্তিময় ও সমৃদ্ধশালী পৃথিবী।
Discussion about this post