ঢাকা জেলার ধামরাই উপজেলায় অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় ৫ জনকে ৯ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সেই সাথে একটি ভেকু জব্দ করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মোহাম্মদ হাই জকী বুধবার অভিযান চালিয়ে এই জরিমানা করেন।
স্থানীয় সূত্র জানায়, বিকেলে উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের জালসা এলাকায় অভিযান চালিয়ে ৫টি ভেকুর মালিককে এই জরিমানা করা হয়। এসময় চারটি ভেকু জব্দ করা হয়।
জানা যায়, দির্ঘদিন ধরে অবৈধভাবে তিন ফসলি জমির মাটি কাটায় রোমান রেজাকে ২ লাখ টাকা, সাইফুল ইসলামকে ২ লাখ টাকা, বোরহান উদ্দিনকে ২ লাখ টাকা, মোস্তফা কামালকে ১ লাখ টাকা ও কাউসার ইসলামকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া মহিষাশী এলাকার বিপ্লব মাস্টারের ভেকুসহ ৪টি ভেকু জব্দ করা হয়।
নিয়ম নীতির কোনো তোয়াক্কা না করে রাজনৈতিক প্রভাব খাটিয়ে দির্ঘদিন দরে তিন ফসলি কৃষি জমির মাটি কেটে ইট ভাটায় বিক্রি করার অপরাধে ৫ জনকে এই জরিমানা করা হয়।
ধামরাই উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মোহাম্মদ হাই জকী বলেন, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন এবং কৃষি জমির মাটি কাটা আইন (নিয়ন্ত্রণ) ২০১৩ আইন অনুযায়ী ৫টি ভেকুর মালিককে ৯ লাখ টাকা জরিমানা করা হয়েছে। ৪টি ভেকু জব্দ করা হয়েছে। অবৈধভাবে কৃষি জমির মাটি কাটার বিরুদ্ধে এই অভিযান চলবে।
Discussion about this post