ঢাকার ধামরাইয়ে আশ্রয়ণ প্রকল্পে আগুন লেগে ১০টি ঘর পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছে ফার্য়ার সার্ভিস। এতে প্রায় ৬-৭ লাখ টাকার ক্ষতি হয়েছে।
শুক্রবার (২৮ জানুয়ারি) দুপুরে উপজেলার কুশুরা ইউনিয়নের টোপেরবাড়ি আশ্রয়ণ প্রকল্পে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানায়, আশ্রয়ণ প্রকল্পের মনোরা রাজবংশীর ঘরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় আশ্রয়ণ প্রকল্পের ১০টি ঘর আগুনে পুড়ে যায়।
ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোহেল রানা জানান, ফায়ার সর্ভিসের কর্মীরা প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত।
Discussion about this post