সাইফুল ইসলাম: ঢাকা জেলার সাভার মডেল থানায় একযোগে চার অফিসারের বদলী জনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। রবিবার(২৩ জানুয়ারি) দুপুরে সাভার মডেল থানা মিলনায়তনে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। বিদায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাভার মডেল থানার পরিদর্শক (ওসি) কাজী মাইনুল ইসলাম পিপিএম।
এ ছাড়াও বিদায় অনুষ্ঠানে সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক অপারেশন আল আমিন তালুকদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন ঢাকা জেলা উত্তর ট্রাফিক বিভাগের টি আই(প্রশাসন)আব্দুস সালাম,সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মোমেনুল ইসলাম, ট্যানারি ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক জাহিদুর ইসলাম জাহাঙ্গীর,সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক(ইনটেলিজেন্স)মাকারিয়াস দাস প্রমুখ।
বদলি জনিত বিদায় অনুষ্ঠানে দেয়া বক্তব্যে চারজন পুলিশ কর্মকর্তার কর্মগুণের প্রশংসা করেন বক্তারা। তারা বলেন, অন্যত্র বদলি হওয়া চারজন সাব ইন্সপেক্টর অত্যন্ত দক্ষ এবং যোগ্য। তারা প্রত্যেকেই স্থিরচিত্তের অধিকারী। তাদের কর্মদক্ষতায় সাভার থানা এলাকার মানুষ পুলিশি সেবায় উপকৃত হয়েছে। অপরাধ দমনে তাদের কর্ম প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়ে প্রত্যেক অফিসারের উত্তরোত্তর উন্নতি ও বদলিজনিত পরবর্তী কর্মস্থলে সাফল্য কামনা করা হয়।
যাদের ঘিরে আয়োজন অন্যত্র বদলী হওয়া পুলিশ কর্মকর্তারা হলেন,উপ-পরিদর্শক (নিরস্ত্র) মো: আব্দুস সবুর খান, উপ-পরিদর্শক (নিরস্ত্র) মো: তাহমুদুল ইসলাম,উপ-পরিদর্শক(নিরস্ত্র)পারভিন আক্তার, উপ-পরিদর্শক (নিরস্ত্র)মোসা: শিউলি খানম। সাভার মডেল থানার পক্ষ থেকে তাদের ফুল ও ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করা হয়।
সাভার মডেল থানা থেকে বদলি হওয়া পুলিশ কর্মকর্তারা সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, একজন অফিসারের অন্যত্র বদলি উপলক্ষে এত বড় আয়োজন দেশের কোথাও সচরাচর দেখা যায় না। জীবনে কখনও কল্পনা করিনি এত সম্মান, এত ভালোবাসা, এত উপহার দিয়ে আমাদের আনুষ্ঠানিক বিদায় দেয়া হবে।
অফিসার ইনচার্জ থেকে শুরু করে পরিদর্শক উপপরিদর্শকসহ সহকর্মী পুলিশদের দেয়া বিরল ভালবাসার আবেগে আপ্লুত হয়ে কাঁদতে কাঁদতে এক পুলিশ কর্মকর্তা বলেন, অন্যত্র বিদায়কালে আমি প্রাপ্তিতে পরিপূর্ণতা পেয়েছি। দেশের সকল থানার পুলিশ কর্মকর্তারা যেন সাভার মডেল থানায় কর্মরত পুলিশ কর্মকর্তাদের মত অহিংস ও পুলিশ দরদী হয়, চাকুরী জীবনে করুন বাস্তবতা বিদায় অনুষ্ঠানে দেয়া অপ্রত্যাশিত ভালোবাসায় মনমুগ্ধ ওই উপ পরিদর্শকের আবেগের স্রোতে তার এই প্রত্যাশার কথাটিও জানান।
বিদায় অনুষ্ঠানে পুলিশের আরেক উপ-পরিদর্শক বলেন, পুলিশ প্রতিটি মুহূর্তে মৃত্যুঝুঁকিতে থেকেও দায়িত্ব পালনে সর্বদা সচেষ্ট থাকে। কর্তব্য পালনে নিহত আহত ও পঙ্গু হয়েছেন শত শত পুলিশ। পুলিশ যদি চাকরি ক্ষেত্রে ন্যূনতম এমন একটা সম্মান পায় তাহলে সেই সম্মানটাই আমাদের প্রত্যাশা পূরণের চরম আনন্দ পাওয়ার শামিল।
এই অনুষ্ঠানে সকল কর্মকর্তাদের উপস্থিতিতে উপ পরিদর্শক হারুন-অর-রশিদ ও উপ পরিদর্শক সুদীপ কুমার গোপকে বরণ করে নেয় সাভার মডেল থানা পুলিশ। এদিকে ওয়ারেন্ট তামিল, মাদক উদ্ধারসহ আইন শৃঙ্খলা রক্ষায় অবদান রাখায় সাভার মডেল থানার শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হয়ে অফিসার ইনচার্জ কাজী মাইনুল ইসলামের হাতে পুরস্কার গ্রহণ করেন এ এস আই কামরুজ্জামান, এ এস আই অশোক কুমার এবং এ এস আই সাইফুজ্জামান।
এ সময় সাভার মডেল থানার সকল কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও সুধীজনরা উপস্থিত ছিলেন।
Discussion about this post