বাংলাদেশ সেনাবাহিনী সাভার অঞ্চলের ব্যবস্থাপনায় ধামরাইয়ে গবাদিপ্রাণি ও হাঁস-মুরগীর বিনামূল্যে টিকা, কৃমিনাশক ও অসুস্থ্য গবাদিপ্রাণি ও হাঁস-মুরগীর চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে কুশুরা আব্বস আলী উচ্চ বিদ্যালয়ের মাঠে আরভিএন্ডএফ ডিপো এবং মিলিটারি ফার্ম সাভার এর আয়োজনে এ ফ্রি চিকিৎসা ক্যাম্প করা হয়।
এ সময় গরু মােটা তাজা করণ বিষয়ক পরামর্শ প্রদান, ঘাস চাষ, গবাদিপ্রাণি পালন, খামার ব্যবস্থাপনাসহ
গবাদিপ্রাণির সাধারণ রােগের লক্ষণ এবং প্রতিকার বিষয়ে পরামর্শ প্রদান করা হয়।
বিনামূল্যে সেবা প্রদান উদ্বোধন করেন আরভিএন্ডএফ ডিপাে এর অধিনায়ক কর্নেল মােঃ তুহিন হাসান পিএসসি।
আরো উপস্থিত ছিলেন লেঃ কর্নেল মােঃ মােশফেকুজ্জামান খান,মেজর দোদুল মাহমুদ, লেঃ মােঃ আকতারুজ্জামান,লেঃ মােঃ হারুন রশিদ,জেলা প্রাণিসমদ কমর্কতা ডাঃ নার্গিস আনম,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মােঃ সেলিম জাহান,কুশুরা ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযােদ্ধ মােঃ নুরুজজামান,
কুশুরা আব্বাস আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মােঃ আমিনুর রহমান প্রমুখ।
Discussion about this post