চট্টগ্রামের আনোয়ার উপজেলার ইউনিয়ন পরিষদের নির্বাচনে দায়িত্বপালনের জন্য জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ করেছে নির্বাচন কমিশন। আগামী ৫ জানুয়ারি এ উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
নির্বাচন কমিশনের উপ-সচিব আফরোজা শিউলী স্বাক্ষরিত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ভোট আগের দুদিন, ভোট গ্রহণের দিন আর ভোট গ্রহণের পরে দুদিন মোট পাঁচ দিন নির্বাচনী এলাকায় প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করবেন।
নিয়োগপ্রাপ্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটেরা হলেন
আনোয়ারার বৈরাগ, বারশত, রায়পুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম জিহান সানজিদা, বটতলী, বরুমচড়া, বারখাইনে বেগম ফারজানা ইয়াছমিন, আনোয়ারা, চাতরীতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদ, পরৈকোড়া, হাইলধরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহরিয়ার ইকবাল।
Discussion about this post