আসন্ন ৫ জানুয়ারী ৫ম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি নির্বাচন) নির্বাচনকে ঘিরে প্রার্থীরা নিজেরদেরকে জানান দিতে ইতিমধ্যেই মাঠে নেমেছেন। যার যার অবস্থান থেকে মিছিল, মিটিং, জনসভা ও গনসংযোগ করছেন। আজ প্রচারণার শেষ দিনে আনোয়ারা সদর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী সুমন মিত্রের মোরগ মার্কার গনজোয়ার সৃষ্টি হয়েছে।
তিনি ভোটারদের নিয়ে বিশাল নির্বাচনী মিছিল ও গনসংযোগ করেছেন।
সোমবার সকালে মোরগ মার্কার সমর্থকদের উদ্যোগে এই মিছিলের আয়োজন করা হয়।
এসময় মেম্বার প্রার্থী সুমন মিত্র বলেন, আমার প্রতীক মোরগ, আপনারা সবাই মোরগ মার্কায় ভোট দিবেন। ৫ই জানুয়ারী অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউপি নির্বাচন। এই নির্বাচনে মোরগ মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করে এলাকার উন্নয়ন তথা দেশের সেবা করার সুযোগ দিন। পাশাপাশি জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে যা যা করা দরকার আমি তাই করবো ।
Discussion about this post