নির্বাচনের বাকি দুই দিন। আজ সোমবার মধ্যরাত থেকে আর কোনো প্রচার-প্রচারণা হবে না। তাই শেষ মুহূর্তে সরগরম নির্বাচনী মাঠ। প্রচার-প্রচারণায় মুখরিত এলাকা। নির্ঘুম রাত কাটছে প্রার্থীদের। ভোটের আশায় প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। দিচ্ছেন উন্নয়নের প্রতিশ্রুতি।
আগামী ৫ জানুয়ারী ৫ম ধাপে আনোয়ারা উপজেলার ১০ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনকে ঘিরে পুরো উপজেলার ১০টি ইউনিয়নে সর্বত্র এখন একই অবস্থা। ১টি ইউনিয়ন জুইদন্ডী সেখানে শেষ ধাপে ৩১ জানুয়ারী অনুষ্ঠিত হবে। মামলা জনিত কারণে বটতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে ভোট আপাতত বন্ধ রয়েছে।
আনোয়ারা উপজেলার ৭নং সদর ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী অসীম কুমার দেব বলেন, ‘প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত ভোটারদের সঙ্গে কথা বলেছি। আজ প্রচারণার শেষ দিনেও ভোটারদের কাছে নিজেকে যোগ্য ব্যক্তি হিসেবে প্রমাণের চেষ্টা করছি।’
একাধিক চেয়ারম্যান ও ইউপি সদস্য পদে প্রতিদ্বন্দি প্রার্থীরা জানান, প্রতিটি বাড়িতে বাড়িতে গিয়ে শেষ দিনের প্রচারনায় ব্যস্ত রয়েছেন তারা। চেষ্টা করছেন ভোটারদের মন জয় করতে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা সাইয়েদ মোঃ আনোয়ার খালেদ বলেন, ‘ইউনিয়ন পরিষদ নির্বাচনের সব প্রস্তুতি শেষ করা হয়েছে। বুধবার (৫ জানুয়ারী ) কেন্দ্রগুলোতে নির্বাচনি সরঞ্জামাদি পাঠানো হবে। নির্বাচনের দিন প্রত্যেক কেন্দ্রে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করবেন।’
উপজেলা নির্বাচন অফিস জানায়, উপজেলার ১০টি ইউনিয়নে ২৫ জন চেয়ারম্যান প্রার্থী রয়েছেন। তাদের মধ্যে ৩ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে। এছাড়া সদস্য পদে ৩৮২ জন ও সংক্ষিত নারী সদস্য পদে ৯২জন প্রার্থী প্রতিধ্বনিতা করছেন।
১০টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১ লাখ ৯৫ হাজার ৪৫০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ২ হাজার ৯৮১ জন ও নারী ভোটার ৯২ হাজার ৪৫৯ জন। ১০টি ইউনিয়নের মোট ৯২ টি কেন্দ্রের ৫৩১ টি কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
Discussion about this post