চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় স্বতন্ত্র প্রার্থী শাহাদাত হোসেন ও তার সমর্থকদের উপর মিছিল নিয়ে অতর্কিত হামলা করেছেন নৌকা প্রার্থী শামসুল ইসলাম চৌধুরীর সমর্থকেরা।
শনিবার (১লা জানুয়ারি) উপজেলার ৫নং বরুমছড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের সিকদার ঘাটা’য় অবস্থিত স্বতন্ত্র প্রার্থী শাহাদাত হোসেনের নির্বাচনী কার্যালয়ে এই হামলার ঘটনা ঘটে।
এসময় নৌকা প্রার্থীর সমর্থকদের হামলায় স্বতন্ত্র প্রার্থী শাহাদাত হোসেনের ১২জন কর্মী সমর্থক আহত হয়। ভাংচুর করা হয় তার নির্বাচনী কার্যলয়।
স্বতন্ত্র প্রার্থী শাহাদাত হোসেন বলেন, আমি মনোনয়ন ফরম নেওয়ার পর থেকে নৌকা প্রার্থীর সমর্থকরা আমার নির্বাচনী প্রচারণায় বাঁধা দেওয়া, পোষ্টার ছিড়ে ফেলা, মাইক ভেঙে ফেলাসহ আমি এবং আমার কর্মী সমর্থকদের উপর হামলা করে আসছে। এরই ধারাবাহিকতায় আজ মিছিল নিয়ে যাওয়ার পথে পরিকল্পিতভাবে বহিরাগত লোকজন নিয়ে আমি এবং আমার কর্মী সমর্থকদের উপর অতর্কিত হামলা করে এবং আমার নির্বাচনী কার্যালয় ভাংচুর করে। একই সময় মিছিল নিয়ে যাওয়ার পথে কানুমাজির হাট এলাকায় সাবেক সাংসদ আখতারুজ্জামান চৌধুরী বাবু’র মৃত্যু বার্ষিকীর ব্যানারে আমার নাম থাকায় তারা সে-ই মহান ব্যক্তির ব্যানারও ছিড়ে ফেলে। এই বিষয়ে থানায় অভিযোগ দায়ের করবেন বলেও তিনি জানান।
সর্বশেষ পরিস্থিতির বিষয়ে জানতে চাইলে আনোয়ারা থানার অফিসার ইনচাজ এস এম দিদারুল ইসলাম সিকদার জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। এখন ও পর্যন্ত কোন প্রার্থীর অভিযোগ পাইনি । অভিযোগ পাওয়ার পর আমরা বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নিবো।
Discussion about this post