আনোয়ারায় পাশের হারে স্কুলের চেয়ে মাদ্রাসা এগিয়ে
চট্টগ্রামের আনোয়ারায় এবার এসএসসি ও দাখিল পরীক্ষায় পাশের হারে ২৬টি স্কুলের চেয়ে এগিয়ে রয়েছে ১১টি মাদ্রাসা।
৩০ ডিসেম্বর এসএসসি ও সমমান পরীক্ষার ঘোষিত ফলাফলে উপজেলার ২৬টি উচ্চ বিদ্যালয়ের ৪হাজার ৫৯৭জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৪ হাজার ১০৮ জন। অপরদিকে ১১টি মাদরাসার মধ্যে ৬৮৮জন শিক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৬৭০জন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এবারে আনোয়ারায় এসএসসিতে পাশ করেছে ৪হাজার ১০৮জন। যা পাশের হার ৮৯.৩৭%। জিপিএ-৫ পেয়েছে ১৫০ জন পরীক্ষার্থী। ২৬টি বিদ্যালয়ের জিপিএ-৫ পেয়ে এবারও ফলাফলে উপজেলার প্রথম হয়েছে কাফকো স্কুল এন্ড কলেজ। তার পরে রয়েছে সিইউএফএল স্কুল এন্ড কলেজ ও আনোয়ারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়।
অপরদিকে দাখিল পরীক্ষায় উপজেলার ১১টি মাদরাসার মধ্যে ৬৮৮জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে কৃতকার্য হয়েছে ৬৭০জন। যা পাশের হার ৯৭.৩৮%। জিপিএ-৫ পেয়েছে ৪৯জন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌস হোসেন জানান, আনোয়ারায় এসএসসি ও দাখিল দুইটাতে পাশের হার ভালো রয়েছে। ২৬টি স্কুলের মধ্যে তিনটি প্রতিষ্ঠান জিপিএ-৫ এ ভালো করেছে। মাদ্রাসার মধ্য জমহুরিয়া ফাজিল মাদ্রাসাটি অন্যান্য প্রতিষ্ঠানের তুলনায় এগিয়ে রয়েছে।
Discussion about this post