কর্ণফুলী উপজেলার ৪ ইউনিয়নের মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতাসহ ৩টিতে আওয়ামী লীগ প্রার্থী ও ১টিতে স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করেছেন।
নির্বাচন কার্যালয়ের সুত্রানুযায়ী, শিকলবাহা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলম, চরলক্ষ্যা ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ সোলায়মান তালুকদার এবং জুলধা ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী হাজী মুহাম্মদ নুরুল হক জয়লাভ করেছেন।
এছাড়া এ উপজেলার বড়উঠান ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী দিদারুল আলম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
এর আগে রোববার (২৬ ডিসেম্বর) সকাল থেকে শুরু হয় ভোট গ্রহণ।
নির্বাচন সুষ্ঠু হয়েছে দাবি করে চট্টগ্রাম সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন বলেন, বিচ্ছিন্ন দুই একটি ঘটনা ছাড়া নির্বাচন সুষ্ঠু হয়েছে। আইন শৃঙ্খলাবাহিনীও সতর্ক অবস্থানে ছিল।
Discussion about this post