পটিয়া দক্ষিণ ভূর্ষি ইউনিয়ন পরিষদ ৪,৫,৬ ওয়ার্ডে বক মার্কায় মহিলা মেম্বার পদপ্রার্থী মিলকি চৌধুরী বিপুল ভোটে জয়ী হয়েছেন। বুধবার ২৬ শে ডিসেম্বর অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪,৫,৬ ওয়ার্ড হতে মহিলা মেম্বার পদপ্রার্থী মিলকি চৌধুরী সংরক্ষিত নারী সদস্য নির্বাচিত হওয়ায় সকল ভোটাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি জয়ী হয়ে আবারো গরীব দুঃখী মানুষের সেবক হওয়ার ঘোষনা দেন। তিনি বলেন, ৪,৫,৬নং ওয়ার্ডটি আমি একটি মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলবো। তিনি আরো বলেন এই এলাকার সন্তান আমি, আপনাদের সুখ দুঃখের সাথী হয়ে থাকতে চাই এবং আপনাদের সমর্থন পেয়ে আমি আজ ইউনিয়ন পরিষদ সদস্য নির্বাচিত হয়েছি। আমি ওয়ার্ডের বিভিন্ন উন্নয়নমূলক কাজে নিয়োজিত থাকব। আমি আশাকরি আপনারা আমার সাথে থেকে আমাকে সকল সহযোগিতা করবেন। আমি আবারো কৃতজ্ঞ চিত্তে সকলের প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি।
Discussion about this post