নানুর বাড়িতে বেড়াতে এসে লাশ হলো আনাস।
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় নানুর বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে মোহাম্মদ আনাস (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (২৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার চাতরী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মাওলানা ইউসুফ সাহেবের বাড়িতে এই দূর্ঘটনা ঘটে।
জানা যায় নিহত আনাস উপজেলার বারশত ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের মোহাম্মদ জাহাঙ্গীর আলমের ছেলে। সে তার মা শিরিন আক্তারের সাথে তার নানুর বাড়ি উপজেলার চাতরী ইউনিয়নের মাওলানা ইউসুফ সাহেবের বাড়িতে বেড়াতে আসে।
এইবিষয়ে প্রত্যক্ষদর্শী রাকিব নেওয়াজ চৌধুরী বলেন,আব্বুর নির্বাচনী প্রচারণা চালানোর সময় হঠাৎ পুকুরে শিশুটির লাশ ভাসতে দেখতে পাই। পরবর্তীতে পুকুর থেকে উদ্ধার করে আনোয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ সাদিয়া তাবাসসুম বলেন, দুপুর ১টার দিকে চাতরী ইউনিয়ন থেকে মৃত অবস্থায় একটা শিশু আনা হয়। আমরা শিশুটিকে মৃত ঘোষণা করে তার পরিবারের কাছে হস্তান্তর করি।
Discussion about this post