আনোয়ারায় ইউনিয়ন পরিষদের নির্বাচনী প্রচার-প্রচারণাকে কেন্দ্র করে গতকাল শুক্রবার দুপুরে উপজেলার পশ্চিম বরুমচড়ায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সামশুল ইসলাম চৌধুরী ও বিদ্রোহী প্রার্থী শাহাদত হোসেন চৌধুরীর সমর্থকদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে ১১ জন আহত হয়েছে বলে জানা যায়। এ সময় স্বতন্ত্র প্রার্থী শাহাদত হোসেন চৌধুরী ৩ ঘণ্টা অবরুদ্ধ ছিলেন
জানা যায় , শুক্রবার দুপুর সাড়ে ১২ টায় ইউনিয়নের পশ্চিম বরুমচড়ার বদলমাঝির বাড়ি এলাকায় স্বতন্ত্র প্রার্থী শাহাদত হোসেন চৌধুরী একটি মসজিদে নামাজ পড়তে যান। নামাজ শেষে এলাকায় প্রচারণার সময় প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় শাহাদত হোসেনের বোন শাহিদা আক্তার (৪০) সহ ১১ জন আহত হয়। আহতদের দুইজন চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শাহাদত হোসেন চৌধুরী বলেন, গত কয়েকদিন ধরে নৌকা প্রার্থীর সমর্থকরা আমার সমর্থকদের হুমকিসহ আমার প্রচারণায় বাধা সৃষ্টি করছে। তারই ধারাবাহিকতায় আজ (গতকাল) আমার নির্বাচনী প্রচারণায় হামলা চালিয়ে আমার বোনসহ ১১ জন সমর্থককে আহত করে তারা। হামলাকারীরা মসজিদে ঢুকে আমার উপরও হামলা চালায়। পরে হামলাকারীরা আমাকে একটি বাড়িতে ৩ ঘণ্টা অবরুদ্ধ করে রাখে।
আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সামশুল ইসলাম চৌধুরী পাল্টা অভিযোগ করে বলেন, গত কয়েকদিন ধরে বিদ্রোহী প্রার্থী শাহাদত হোসেন চৌধুরীর সমর্থকেরা ফেসবুকে উস্কানিমূলক স্ট্যাটাস দিচ্ছে, আমার সমর্থকদের হুমকি-ধমকি দিচ্ছে। শুক্রবার দুপুরে বিদ্রোহী প্রার্থীর সমর্থকেরা আমার নৌকা সমর্থকদের উপর হামলা করলে এ ঘটনার সৃষ্টি হয়, যার কারণে উত্তেজিত জনতার রোষানলে পড়ে বিদ্রোহী প্রার্থী শাহাদত।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম দিদারুল ইসলাম সিকদার জানান, নির্বাচনী প্রচার-প্রচারণাকে কেন্দ্র করে এই মারামারির ঘটনা ঘটেছে। এ সময় কয়েক জন আহত হয়েছে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ঘটনাস্থলে পুলিশ মোতায়ন করা হয়েছে। তবে এখনো কোন পক্ষ থানায় অভিযোগ করেনি।
Discussion about this post