আগামী ২৬ ডিসেম্বর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে। ঐ দিনটি ঘিরেই মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলায় ইউনিয়ন পরিষদের নির্বাচন কে কেন্দ্র করে প্রার্থীদের মাঝে চলছে জোর প্রচারণা। ইতোমধ্যে সভা সমাবেশ, সামাজিক, রাজনৈতিক ও সেবামূলক কর্মকান্ডে মাধ্যমে ইউনিয়নবাসীকে ইউপি নির্বাচনে ২ নং ওয়ার্ডের মেম্বার পদে প্রার্থী হওয়ার বিষয়টি জানান দিয়েছেন। তারেই ধারাবাহিকতায় ৮ নং ধানকোড়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডে ফুটবল প্রতীকে মেম্বার পদ প্রার্থী হিসেবে নির্বাচন করেছেন মোঃ শাহাজ উদ্দিন বেপারী ।
নিজের প্রার্থিতা জানান দিয়ে তিনি সাটুরিয়া উপজেলার ৮নং ধানকোড়া ইউনিয়নের ২নং ওয়ার্ড বাসির সকলের কাছে সমর্থন ও দোয়া ও ভোট প্রার্থনা করছেন। একটি সুখী-সুন্দর দেশ ও সমাজ নির্মানে সর্বপ্রথম ওয়ার্ড পর্যায়ে উন্নয়ন প্রয়োজন। ৮ নং ধানকোড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সমর্থন ও ভোট দেওয়ার জন্য ওয়ার্ডবাসীর প্রতি আহবান
তিনি জানান, আগামী আসন্ন ইউপি নির্বাচনে জয়যুক্ত হলে ২নং ওয়াডের সুবিধা বঞ্চিত ও অবহেলিত মানুষের সেবা করতে চান। ইউপি নির্বাচনে মেম্বার প্রার্থী হিসেবে নিজের অবস্থান আরো সুসংহত করতে প্রতিনিয়ত (২নং ওয়ার্ডের) মাজাইল ,কর্ণপাড়া , মহিষালোহা ,ফারাজী পাড়া,সঠুরিয়া ,ছৈন্টা সহ প্রতিটি গ্রামের মোড়ে, চায়ের দোকানে ও বিভিন্ন রাস্তাঘাটে ও পাড়া মহল্লায় সাধারণ মানুষের কাছে ছুটে যাচ্ছেন ও দিনরাত ভোটারদের সাথে মতবিনিময় করছেন। এরি মধ্যে তিনি এলাকায় মুরব্বিদের সাথে কুশল বিনিময় ও নানান সমস্যা নিয়ে তরুনদের সাথে মতবিনিময় করছেন।
প্রতিবেদকের সাথে একান্তকারী এক সাক্ষাতে তিনি জানান,৮ নং ধানকোড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডকে উন্নয়নের লক্ষ্য কে সামনে নিয়ে দারিদ্র মুক্ত, সু-শিক্ষাবান্ধব বৈষম্যহীন আদর্শ গ্রাম হিসাবে গড়ে তুলার নিমিত্তে আমি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউপি মেম্বার পদে প্রার্থী হচ্ছি। এর জন্য আমি আমার গ্রামের মুরব্বী, ভাই, বন্ধু, মা, বোনসহ ওয়ার্ড বাসির নিকট দোয়া ও সমর্থন ভোট কামনা করছি। তিনি আরো বলেন মাজাইল ,কর্ণপাড়া , মহিষালোহা ,ফারাজী পাড়া,সঠুরিয়া ,ছৈন্টা সহ সকলের নিকট আমার উদাত্ত আহ্বান, আমাকে আপনাদের সমর্থন দিয়ে আপনাদের সন্তানকে পাশে থেকে ওয়ার্ড বাসি, মেহনতী মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে “জননেত্রী শেখ হাসিনার” উন্নয়ন ধারাকে বাস্তবায়ন করার সুযোগ দিন।
অধি/সাই
Discussion about this post