আসন্ন ৪র্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নেওয়া চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়ন এর বর্তমান চেয়ারম্যান এবং(আনারস)প্রতীক এর প্রার্থী জাহাঙ্গীর আলম তাঁর চেয়ারম্যান থাকা কালীন সফল ভাবে বাস্তবায়ন কৃত ১৬টি ইশতিহার এবং আবার পূণরায় চেয়ারম্যান নির্বাচিত হলে যে উন্নয়ন মূলক কাজ গুলো করতে চান তাঁর আলোকে ৭দফা ইশতেহার ঘোষণা করেন।
আজ(১২ডিসেম্বর)রবিবার বিকেলে শিকলবাহা নাগরিক কমিটি কতৃক আয়োজিত তার প্রধান নির্বাচনি অফিসে নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন (আনারস)প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব জাহাঙ্গীর আলম।
নাগরিক কমিটির চেয়ারম্যান এডভোকেট জামাল উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন পরিচলনা কমিটির উপদেষ্টা ও কর্ণফুলী উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবদুস সাত্তার রনি। বিশেষ অতিথি ছিলেন নির্বাচনী প্রধান সমন্বয়ক মহিউদ্দিন মুরাদ, আজাদ মিয়া, মাহমুদুল হক বেঙ্গল, লুৎফর রহমান শাহজাহান, এডভোকেট গিয়াস উদ্দিন পারভেজ, মাওলানা ইউনুস অহিদী, দোস্ত মোহাম্মদ, নির্বাচন মনিটরিং সেল প্রধান ও শিকলবাহা নাগরিক কমিটির সদস্য সচিব ইমতিয়াজ উদ্দিন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব জাহাঙ্গীর আলম।
ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ইলেকট্রনিক ও প্রিন্ড মিডিয়ার সাংবাদিকদের প্রশ্নের জবাবে শতশত এলাকাবাসীর উপস্থিতিতে চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর আলম বলেন,আমি বিগত নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হয়ে নির্বাচিত হওয়ার পরে আমার দেওয়া ১৬টি ইশতেহার শতভাগ সফল ভাবে বাস্তবায়ন করেছি, যাঁর কারণে এলাকাবাসী আমাকে এবারও দল থেকে মনোনয়ন না দেওয়ার কারণে কঠোর আন্দোলন এবং বিক্ষোভ সমাবেশ করে নির্বাচনে অংশ নিতে বাধ্য করেছে, ইনশাআল্লাহ আমি এলাকাবাসীর ভালোবাসায় যদি আবারও চেয়ারম্যান নির্বাচিত হয়,তাহলে নিমোক্ত কাজ গুলো করবো।
১।অবকাঠামো ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে অসমাপ্ত রাস্তাঘাট সমূহ সমাপ্ত করবো এবং নতুন সড়ক নির্মাণ করে যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন আনা হবে।
২।জলবদ্ধতা নিরসন,পানি নিষ্কাশনের জন্য আরো নতুন নতুন ছোট বড় নালা নির্মাণ করা হবে, জোয়ারের পানিতে প্লাবিত না হওয়ার জন্য ভেল্লাপাড়া থেকে কালারপোল মাদ্রাসা পর্যন্ত বেড়ীবাঁধ নির্মাণের উদ্যোগ প্রক্রিয়াধীন রয়েছে।
৩।বিশুদ্ধ পানীয় জলের অভাব মিটানোর জন্য আরো গভীর নলকূপ স্থাপন এবং কালারপোল স্কুলের সামনে অবস্থিত ওয়াসার লাইন থেকে সংযোগ নিয়ে পাইপ লাইনের মাধ্যমে ঘরে ঘরে পানি সরবরাহের ব্যবস্থা করা হবে।
৪।শিকলবাহা ইউনিয়নে শিক্ষার হার বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিদাতা সাপেক্ষে নতুন নতুন শিক্ষাপ্রতিষ্ঠান,কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান,কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র,ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান,পাবলিক লাইব্রেরী নির্মাণসহ চেয়ারম্যান শিক্ষাবৃত্তি চালু হবে।
৫।শিকলবাহা ইউনিয়নবাসীর আধুনিক সুচিকিৎসা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত কল্পে এলাকার দানশীল ব্যক্তিদের হাসপাতাল নির্মাণে উৎসাহ প্রদান ও সার্বিক সহযোগিতা করা হবে।
৬।সমাজের সচেতন নাগরিক, শিক্ষানুরাগী,দানশীল ও সমাজ সেবকদের সাথে নিয়ে ৩নং শিকলবাহা ইউনিয়ন কে আধুনিক হিসেবে গড়ে তোলার জন্য যা যা করা প্রয়োজন,তা সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে বাস্তবায়ন করা হবে।
৭।সামাজিক বিচার ব্যবস্থা সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে সালিশী বোর্ড গঠন করে ন্যায় বিচার প্রাপ্তিতে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে।
তিনি আরও বলেন, শিকলবাহায় কোনো গ্রুপিং নেই এবং সহিংসতার কোনো আভাস নেই,দিন শেষে জনগণ যাকে ভালো লাগে থাকেই খুশিমনে ভোট দিয়ে তাদের যোগ্য প্রতিনিধি কে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করবেন।
Discussion about this post