আনোয়ারায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে উপজেলা যুবলীগের আশ্রয় প্রকল্পের অধীনে এক অসহায় পরিবারকে ঘর উপহার দেওয়া হয়েছে। সোমবার (৬ ডিসেম্বর) সকালে বৈরাগ ইউনিয়নের নুর বেগমের কাছে ঘরের চাবি হস্তান্তর করা হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে উপহার স্বরুপ ঘরটি তার হতে তুলে দেন আনোয়ারা উপজেলা যুবলীগের আহবায়ক শওকত ওসমান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ন প্রকল্পের আদলে যুবলীগ এ কর্মসূচীর নাম দিয়েছে আশ্রয় কর্মসূচী।
ঘর পেয়ে নুর বেগম বলেন, আর্থিক অসঙ্গতির কারণে এতদিন গৃহনির্মাণ করা আমার পক্ষে সম্ভব হয়নি। এ ঘর পেয়ে আমি খুব খুশি। এতো দিন একটি ঘরের অভাবে ঝড় বৃষ্টিতে ভিজছি। যুবলীগ নেতা শওকত উসমানের সহযোগিতার আমি পরিবার নিয়ে থাকার জন্য একটা ঘর উপহার পেয়েছি। আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও যুবলীগের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানাই।
এসময় আরও উপস্থিত ছিলেন, আনোয়ারা উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক অনুপম চক্রবর্তী, সিনিয়র সদস্য নিজামুল হক, সদস্য রাশেদ রিভেল সহ যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দরা।
Discussion about this post