মোঃ আবু তৈয়ব – সভাপতি, মোহাম্মদ ফোরকান – সাধারন সম্পাদক, মোঃ সাহেদ মিয়া – সাংগঠনিক সম্পাদক
বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় অফিস সহকারী কল্যাণ সমিতি, চট্টগ্রাম জেলা ইউনিট এর কার্যকরী কমিটির মেয়াদ শেষ হওয়ায় কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক নতুন করে কমিটি গঠনের লক্ষে ৪ ডিসেম্বর ২০২১ তারিখ শনিবার বিকাল ৪.০০ ঘটিকায় বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য), চট্টগ্রাম বিভাগের সভা কক্ষে গত কমিটির সভাপতি মোঃ মাহফুজুল হকের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলামের সঞ্চালনায় সম্মেলন (২০২১) অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় অফিস সহকারী কল্যাণ সমিতি, আঞ্চলিক পরিষদ, চট্টগ্রাম বিভাগের প্রেসিডেন্ট মোঃ শহীদ উল্লাহ, সাধারন সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য), চট্টগ্রাম বিভাগ, চট্টগ্রামের প্রধান সহকারী মোঃ কামাল উদ্দিন, শামসুল আলম সহ প্রমুখ। সম্মেলনে সকলের উপস্থিতিতে আঞ্চলিক পরিষদ, চট্টগ্রাম বিভাগের সভাপতি ও সাধারন সম্পাদক স্বাক্ষরিত বাস্বাবিঅসকস, চট্টগ্রাম জেলা ইউনিটের আগামী ২ (দুই) বৎসরের জন্য মোঃ আবু তৈয়বকে সভাপতি ও মোহাম্মদ ফোরকানকে সাধারন সম্পাদক করে ২৫ (পঁচিশ) সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেন। সভায় নতুন সভাপতি ও সম্পাদক ছাড়াও বক্তব্য দেন মোহাম্মদ কামাল উদ্দিন, এস.এম শাহিদুল ইসলাম, মোঃ রফিকুল ইসলাম, মোঃ সাহেদ মিয়া, মোঃ শাহাজাহানসহ প্রমুখ।
Discussion about this post