আসন্ন আনোয়ারা উপজেলার ১১ টি ইউনিয়ন এর মধ্যে ১০ টিতে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৫ জানুয়ারি । একটি ইউনিয়ন জুইদন্ডীতে মামলা জনিত কারণে নির্বাচন হচ্ছে না। পরে এই ইউনিয়নের নির্বাচন হবে।
যে ১০ টি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে সেখানে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য মিলে সর্বমোট ১৩০ জন জনপ্রতিনিধি নির্বাচিত হবে। আর এদের নির্বাচিত করবে ১০ টি ইউনিয়নের মোট এক লাখ পঁচানব্বই হাজার চারশত পন্ছাশ জন ভোটার।
নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী দশটি ইউনিয়নের মোট ভোটার সংখ্যাটি জানা যায়। আনোয়ারা উপজেলা নির্বাচন কর্মকর্তা তনুশ্রী গোস্বামী বলেন, আনোয়ারায় যে দশটি ইউনিয়নের নির্বাচন হবে সেসব ইউনিয়নের মোট ভোটার সংখ্যা এক লাখ পঁচানব্বই হাজার চারশত পন্ছাশ জন। ইউনিয়ন অনুযায়ী পুরুষ ও নারী ভোটার হলো,বৈরাগ ইউনিয়নে পুরুষ ১১৫৭৯, মহিলা ১০৪১৪ জন সর্বমোট ২১৯৯৩ জন, বারশত ইউনিয়নে পুরুষ ১১৬০৮ মহিলা ১০৫৫৫ মোট ২২১৬৩ জন, রায়পুর ইউনিয়নে পুরুষ ১৪০৬৬ মহিলা ১২৫৮৩ মোট ২৬৬৪৯ জন, বটতলী ইউনিয়নে পুরুষ ৯৯৯৪ মহিলা ৮৯৩২ মোট ১৮৯২৬ জন, বরুমছড়া ইউনিয়নে পুরুষ ৮৮৯৪ মহিলা ৭৯৪৪ মোট ১৬৮৩৮ জন, বারখাইন ইউনিয়নে পুরুষ ১২৬৬৫ মহিলা ১১২৮৪ মোট ২৩৯৪৯ জন, আনোয়ারা সদর ইউনিয়নে পুরুষ ৫২৪৫ মহিলা ৪৭২৫ মোট ৯৯৭০ জন, চাতরী ইউনিয়নে পুরুষ ৮২৭৩ মহিলা ৭৬৪৬ মোট ১৫৯১৯ জন, পরৈকোড়া ইউনিয়নে পুরুষ ৯৩৫৯ মহিলা ৮২৬৯ মোট ১৭৬২৮ জন, হাইলধর ইউনিয়নে পুরুষ ১১৩০৮ মহিলা ১০১০৭ মোট ২১৪১৫ জন।
১০ ইউনিয়নে পুরুষ ভোটার ১০২৯৯১ জন আর মহিলা ভোটার ৯২৪৫৯ জন। সর্বমোট ভোটার সংখ্যা হলো ১৯৫৪৫০ জন। সবচেয়ে বেশী ভোটার হলো রায়পুর ইউনিয়নে, যেখানে মোট ভোটার সংখ্যা ২৬৬৪৯ জন আর সবচেয়ে কম ভোটার হলো আনোয়ারা সদর ইউনিয়নের। যেখানে ভোটার সংখ্যা ৯৯৭০ জন।
Discussion about this post